Book Review: Steal Like an Artist

Book Review of Steal Like an Artist

অধিকাংশ Idea সাধারণত একদম Unique বা Original হয়না। আমরা মুলত একটি Concept এর Essence নিয়ে সেটাকে Modify করে বা কিছু যোগ করে নতুনত্ব আনার চেষ্টা করি। কয়েকটা Source থেকে Analysis করে যদি একটা জিনিস নতুনভাবে উপস্থাপন করেন তবে সেটা Better এবং তথ্যসমৃদ্ধ হওয়ার Chance কিন্তু অনেক বেশী! 

‘Every new idea is just a mashup or remix of one or more previous ideas.  Everything that needs to be said has already been said but since no one listening, everything must be said again! ”

আমাদের চিন্তা ভাবনা, আচরণ সবই কিন্তু কারো থেকে  বা পারিপার্শ্বিকতার কারণে প্রভাবিত হয়। Education জিনিসটা শুধুমাত্র যে কলেজ/বিশ্ববিদ্যালয়েই শিখতে হবে এমন কিন্তু নাহ, প্রতিটি পরতে পরতে শিখা সম্ভব, সেটা যেকোন পেশা বা শ্রেণীর মানুষের কাছে হতে পারে। যেহেতু আশেপাশের মানুষের মাধ্যমেই আপনি প্রভাবিত হওয়ার সম্ভাবনা বেশী, তাই আপনার উচিৎ খুব সতর্কতার সহিত বন্ধু নির্বাচন করা। এছাড়াও Virtual জগতে কাকে FOLLOW করছেন বা Social Media তে কি CONSUME করতেছেন এটাও গুরুত্বপুর্ণ।

‘There is an economic theory out there that if you take the incomes of your five closest friends and average them then resulting number will be pretty close to your own income. You are only going to be as good as the stuff you surround yourself with. ‘

“If you ever find that you are the most talented person in the room, you need to find another room.”

Idea হুট হাট করেই চলে আসতে পারে তাই এই বইয়ে Notebook/Pen সাথে রাখতে বলা হয়েছে। আপনার Thoughts এবং Unique idea আসলেই সেটা Phone এর Notebook এ কিংবা সরাসরি কোথাও লিখে Recorded রাখতে হবে। ”In the digital age, don’t forget to use your digits. Your hands are the original digital device.” – এই কথাটা আমার ভাল্লাগছে। খুব বেশী Digital হতে গিয়ে আবার যেন Effectiveness না হারায়।  আর কোন কিছু অর্জন করতে চাইলে সেটা নিয়ে Basic Analysis করা যেতেই পারে তবে বেশী ঘাটাঘাটি করতেই আমরা অনেক সময় নষ্ট করে ফেলি। তাই দ্রুত Execute করে TRY করতে হবে সেটি। এই বিষয়ে KLEONE ”Fake it until you Make it” – এই theory follow করতে বলেছেন। কোন কিছুর Preparation নিতে হলে ধরে নেয়া উচিৎ যে এটা আমার মাধ্যমেই সম্ভব। আগেই যদি MOTIVATION হারায় ফেলেন তাইলে তো বিপদ! এটাই Mean করা হয়েছে আসলে। 

Those who do not want to imitate anything, produce nothing. 

Stealing is an art. You just need to find who to steal and what to steal.

লেখক Digital এবং Analog দুইটা Desk ব্যবহার করতেন। এই বিষয়টি দিয়ে উনি Balancing করাকে বুঝিয়েছেন। এই বিষয়ে আমিও একমত। এখন আমি নিজেও Note/TO DO এসবের ক্ষেত্রে ডায়েরীকেই প্রাধান্য দেই। এবং লিখে রাখার মাঝে একটা ভাল FEEL ও হয়, এছাড়া তখন BRAIN আরো সুন্দরভাবে ভাবতে পারে লিখার সময়। উনি Productive Procrastination এর কথা বলেছেন। 

”Creative People need time to just sit around and do nothing. I get some of my best ideas when I’m bored. ”
”Avoiding work is the way to focus my mind.” 

Passion একটাই থাকতে হবে এমন কিন্তু না। বরং সেগুলা প্রতিটাই TRY করে দেখা উচিৎ। আর সব সময়ই PROACTIVE না থেকে বরং নিজেকে JUDGE করতে হবে এবং নিজের নেয়া সিদ্ধান্তগুলোকে পর্যালোচনা করতে হবে। 

If you have two or three real passions, don’t feel like you have to pick and choose between them. Don’t discard. Keep all your passions in your life. 

”You can’t connect the dots looking forward, you can only connect them looking backwards. ”- স্টিভ জবস

সব সময় একদম নিজের SPECIALITY একদম আগা-গোড়া শিখাইতে নাই। SPECIAL RECIPE কাউকে শেখাতে নেই। হ্যাঁ অবশ্যই DOTS গুলোকে Share করা যেতেই পারে/Glimpse গুলা মানুষ জানুক তাতে সমস্যা নেই। তবে সেই DOTS গুলোকে কানেক্ট করে একদম PROCESS সহ সবাইকে না শেখানোই উচিৎ। 

Share your dots but don’t connect them. 

সবসময় COMFORT ZONE এ থাকতে নেই। এজন্য উচিৎ মাঝে মাঝে নিজেকে PUSH করা এবং Comfort Zone এর বাইরে নিয়ে যাওয়া তাহলে নিজের POTENTIALITY অনুযায়ী সর্বোচ্চ OUTPUT আসতে বাধ্য। 

Distance and difference are the secret tonic of creativity.

Money Management নিয়েও কিছু বলা হয়েছে। টাকা আয়ের চেয়ে ধরে রাখাটা কঠিন এবং সেটা আসলেই সত্যি। আর অযথা ঋণ থেকে মুক্ত থাকাই ভাল। EMI/Credit Card দিয়ে অযথা অদরকারী বা কম দরকারী জিনিসপত্র না কেনাই উত্তম। কেনার পুর্বে নিশ্চিত হতে হবে যে আসলেই জিনিসটা দরকারী কিনা। 

এছাড়াও নিয়মিত কি কি করতেছেন সেটার TRACE রাখা উচিৎ। Calender/To do list এসবের সাথে আমি SELF JOURNALING করতে বলব। এগুলা খুবই Effective যদিও আমি নিজেও খুব একটা Maintain করতে পারছিনা এখন অব্দি।  

এখন Resource এর অভাব নাই। তাই বলে সব কিছুই দেখতে হবে, সব কিছুই করতে হবে, সবাইকেই FOLLOW করতে হবে এমনটা না। কি কি AVOID করবেন এটাও কিন্তু গুরুত্বপুর্ণ জিনিস। 

Creativity isn’t just the things we choose to put it, it’s the things we choose to leave out. 

Share This Article

2-removebg-preview

About Touhid

Hey! My full name is S M Touhidul Islam, a marketing professional and tech enthusiast from Bangladesh.

Share This Article

Subscribe to my Newsletters

Subscribe to our newsletter and get awesome SEO and Marketing Tips.