সিলেট ও কিশোরগঞ্জ ভ্রমণ অভিজ্ঞতা (বাইক ট্যুর)
প্রথম দিনঃ আমাদের বাইক ট্যুর শুরু হয় কুড়িগ্রাম থেকে। খুব সকালে উঠে হাল্কা নাস্তা করেই রওনা দেই মোগলবাসা ঘাটের উদ্দেশ্যে। নৌকা ৯টার দিক ছাড়ার কথা থাকলেও কোন কারণে ১০ টা বেজে যায়। মোগলবাসা ঘাট থেকে নৌকাযোগে রৌমারিতে পৌছাই প্রায় ১ টায়। এরপর রৌমারী থেকে শেরপুর – জামালপুর হয়েই যেতে হয় মুলত। আর এই অঞ্চলেই রয়েছে …