Walton Inverna AC Review (Inverna Supersaver – 18H Plasma)

Walton AC Review - Model: Walton Inverna Supersaver - 18H Plasma

বাংলাদেশের প্রধান এয়ার কন্ডিশনার ব্র্যান্ডগুলির মধ্যে Walton অন্যতম।  বর্তমান বাজারে ওয়ালটনের কয়েক মডেলের এসি  রয়েছে।  এরমধ্যে WSI-INVERNA (SUPERSAVER)-18H মডেলটি উন্নত বৈশিষ্ট্য এবং দক্ষতার জন্য বেশ  আলোচিত। আজকের রিভিউতে, আমরা এই মডেলটি সম্পর্কে বিস্তারিতভাবে জানব এবং এর সুবিধা এবং অসুবিধাগুলি পর্যালোচনা করব।

Walton WSI-INVERNA (SUPERSAVER)-18H এয়ার কন্ডিশনারের সুবিধাগুলি

১। দক্ষতা ও কুলিং ক্যাপাসিটি

এই এয়ার কন্ডিশনারটি ১.৫ টন ক্ষমতার এবং এর কুলিং ক্যাপাসিটি ১৮০০০ বিটিউ/ঘণ্টা। এটি দ্রুত কক্ষ শীতল করতে সক্ষম।

২। বিদ্যুৎ খরচঃ

এই এসির  Energy Efficiency Ratio (EER) 4.25 হওয়ায় বেশ বিদ্যুৎ সাশ্রয়ী। ECO Mode এ 25/26 Temperature দিয়ে দিনের বেশীরভাগ সময় চালালেও মাস শেষে ১০০ ইউনিট বিল আসে আমার। 

৩। রোটারি ইনভার্টার কম্প্রেসার

Walton WSI-INVERNA (SUPERSAVER)-18H এয়ার কন্ডিশনারটিতে রোটারি ইনভার্টার কম্প্রেসার ব্যবহার করা হয়েছে, যা ট্রান্সডিশনাল ইনভার্টার কম্প্রেসারের চেয়ে বেশি শক্তি সাশ্রয়ী।

৪। R-32 রেফ্রিজারেন্ট

এই এয়ার কন্ডিশনারটি পরিবেশবান্ধব R-32 রেফ্রিজারেন্ট ব্যবহার করে, যা পরিবেশের ক্ষতি করে না।

৫। স্মার্ট নিয়ন্ত্রণ ( Walton AC APP Feature )

এই এয়ার কন্ডিশনারটি একটি অ্যাপের মাধ্যমে স্মার্ট নিয়ন্ত্রণের সুবিধা দেয়। তাদের এপ দিয়ে আপনি যেকোনো জায়গা থেকে আপনার এয়ার কন্ডিশনারটি চালু/বন্ধ করতে পারবেন এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন। বাসায় বাইরে থেকে চাইলে ১০ মিনিট আগেই রুম ঠান্ডা করার জন্য এসি অন করে দেয়া যায়। কত ইউনিট বিদ্যুৎ বিল হল, কোন দিন কত ইউনিট কাটল সব তথ্যই পাওয়া যায়।

৬। মাল্টি মোড

এই এয়ার কন্ডিশনারটিতে টার্বো মোড, ইকো মোড, ড্রাই মোড, ফ্যান মোড, অটো অপারেশন, অটো রিস্টার্ট, কমফোর্ট কুলিং, এয়ার প্লাজমা, কিডস মোড, মোল্ড প্রুফ, হিডেন ডিসপ্লে, ফ্রস্ট ক্লিন, স্পিড সেটিং, টাইমার এবং স্লিপ মোড সহ বিভিন্ন মোড রয়েছে। এই মোডগুলো আপনার আরাম এবং স্বাচ্ছন্দ্যের প্রয়োজন অনুযায়ী এয়ার কন্ডিশনারটি সেট করতে সাহায্য করে।

Smart Plasma এবং Plasma এই দুই মডেলের পার্থক্যঃ

WIFI এর সহায়তায় App দিয়ে একটা কন্ট্রোল করা যায় আর অন্যটা যায়না। এদের মাঝে দামের পার্থক্য ২ হাজার টাকা। আপনি যদি Non-Smart/Plasma কিনার পর সেটাকে Smart বানাতে চান তবে কাস্টমার কেয়ারে কল করে Smart Module লাগাতে পারবেন ২ হাজার টাকা দিয়ে। 

Inverter AC VS Non Inverter AC

মূলত সেসব যায়গায় একটানা দীর্ঘক্ষণ এসি চালাতে হয় সেখানে Inverter AC Recommended. অপরপক্ষে মসজিদ বা সেসব যায়গায় একটানা লাগেনা সেখানের জন্য উত্তম NON INVERTER। বাসার জন্য অবশ্যই Inverter AC নেয়ার চেষ্টা করবেন।

Why I Choose Walton AC?

মূলত Gree/Haier এসব বাদ দিয়ে Walton AC নেয়ার মুল কারণ Energy Efficiency। এছাড়ার তাদের সাপোর্ট বেশ ভালই। অভিযোগ দেয়ার ২ দিনের মাঝেই সমাধান করবে এমন Commitment থাকে। তাছাড়া কোন পার্টসের কিছুর সমস্যা থাকলে নিশ্চিতভাবে তাদের কাছে পাওয়া যাবে বলেই ধরে নেয়া যায়। ১ বছরের ফ্রি সার্ভিসিং এটা ভাল দিক। তাদের টোল ফ্রি নাম্বারে ফ্রিতেই সব সময় সাপোর্ট পাওয়া যায়।

কিনবেন কোথায় থেকে?

মূলত শোরুমে ১০-১২% ডিস্কাউন্ট দেয়। একটু রিকুয়েস্ট করলে অথবা পরিচিত থাকলে অনেক সময় ১২-১৫% ও পাওয়া যায়। এছাড়া অনলাইনে Pickaboo তে দেখতে পারেন, সেখানেও ভাল মুল্যছাড় থাকে। বর্তমান ১৫% চলছে – কাস্টমার কেয়ারে একটু জানালে অনেক সময় কিছুটা অতিরিক্ত মুল্যছাড়ও পাওয়া যেতে পারে সুযোগ থাকলে। 

Share This Article

2-removebg-preview

About Touhid

Hey! My full name is S M Touhidul Islam, a marketing professional and tech enthusiast from Bangladesh.

Share This Article

Subscribe to my Newsletters

Subscribe to our newsletter and get awesome SEO and Marketing Tips.