Shariah Complaint Investment Opprtunities in Bangladesh

Shariah-Based Investment Concepts:

 

মুদারাবাঃ

 সহজ ভাষায় বলতে গেলে ইনভেস্টর তার অর্থ/টাকা মুলধন হিসেবে সরবরাহ করবে ব্যবসায়ীকে। যা লাভ হবে তা পুর্ব চুক্তি অনুযায়ী ভাগ করে নেয়া হবে। কেমন অনুপাতে চুক্তি করবেন সেটা নিয়ে কোন সমস্যা নাই তবে তা পুর্বেই নির্ধারিত থাকতে হবে যেমন ৫০-৫০ কিংবা ৪০-৬০। লোকসান হলে তা বহন করতে হবে ইনভেস্টরকে আর শ্রম লস হিসেবে বহন করবে ব্যবসায়ী।  

রাব-উল-মাল (Rab-ul-Maal): যিনি মূলধন সরবরাহ করেন।

মুদারিব (Mudarib): যিনি ব্যবসা পরিচালনা করেন।

In short: Partnership between investor and Entrepreneur. Investor bears the loss and profit normally shared between two parties based on the agreed ratio.

 

 মুশারাকাঃ 

 
এটা ধরতে গেলে একদমই Partnership ভিত্তিক। শুধু Investment করে বসে থাকবেন তা হবেনা, অংশীদাররা ব্যবসা পরিচালনায় থাকবে সেটা যেভাবেই হোক। আর মুদারাবার মত না যে একপক্ষ শুধু লোকসান নিবে, এখানে সবাই সমান লাভ লস ভোগ করবে।

In short: partners share capital, profit, and loss according to agreed ratios. It emphasizes mutual cooperation, fairness, and shared responsibility in business. 

মুরাবাহাঃ 

এটা মূলত বাকিতে বিক্রির একটি পদ্ধতি। ধরেন, Investor বাকিতে একটা ব্যবসার কাঁচামাল কিংবা কোন পন্য কিনে ব্যবসায়ীকে নির্দিষ্ট লাভে নির্দিষ্ট সময়ের জন্য দিবে। সব কিছু স্পষ্টভাবে চুক্তি থাকতে হবে। অর্থাৎ, ক্রয়মুল্য/বিক্রয়মুল্য সবই স্পষ্ট থাকা বাঞ্চনীয়।  সহজ ভাষায় বাকিতে পণ্য দেয়া হয় এবং কিস্তিতে তা পরিশোধ হবে। আপনি চাইলেই শুধু টাকা দিবেন, এমনটা কিন্তু করা যাবেনা। 

In short: Investor will provide Commodities directly as a seller to the business person. Profit/Buying price/selling price/Payment Terms etc should be mentioned in the agreement. 

Biniyog.io – Shariah Complaint Investment Platform: 

 

এরা IFA Consultancy নেয় যা বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এখানেও কিছু রিস্ক ফ্যাক্টর তো থাকবেই। তবে তারা প্রতিটি ব্যবসার জন্য Investment Raise করার পুর্বে যথেষ্ট Screening করে নেয় এবং সে অনুযায়ী Risk Grade করে দেয়।  

এদের অধিকাংশ প্রজেক্টই মুরাবাহা, অর্থাৎ আমরা ইনভেস্ট করলে তা দিয়ে ব্যবসার জন্য প্রয়োজনীয় মালামাল কিনে তাদের সরবরাহ করা হয় নির্দিষ্ট মুনাফা ধরে। কিস্তিতে কিংবা এককালীন তারা তা পরিশোধ করে এবং ইনভেস্টরদের তা ফিরিয়ে দেয়া হয়। মাধ্যম হিসেবে Biniyog.io কাজ করে এবং বিনিময়ে তারা ছোট একটা ফি চার্জ করে। 

ইনভেস্টররা কোন প্রজেক্টে ইনভেস্ট করবে তা নিজেই সিলেক্ট করার ক্ষমতা রাখে। সকল ডাটা থাকে যা দেখে সিদ্ধান্ত নেয়াটা সহজ হয়। 

 

Potential Risk:

ব্যবসায়ীরা পেমেন্ট দিতে অনেক সময় দেরী করে। ব্যবসায়ীক মন্দা যেতে পারে তখন এসব ঝামেলা হয়।  যদিও ব্যবসা প্রতিষ্টানের কাছে Necessary Documents/Agreement/Cheque সবই বিনিয়োগ আমাদের পক্ষ থেকে সংরক্ষণ করে, তবুও কিছু ব্যবসায়ী ঝামেলা করতে পারে। Legal Matter সমাধান হতে একটা সময় লেগেও যায়। তাই Risk Grade Measure  করে অপেক্ষাকৃত Reputed Company তে Investment করা ভাল। 

Share This Article

touhid

About Touhid

Hey! My full name is S M Touhidul Islam, a marketing professional and tech enthusiast from Bangladesh.

Share This Article

Subscribe to my Newsletters

Subscribe to our newsletter and get awesome SEO and Marketing Tips.