Digital Marketing Services in Kurigram

Boost Your Business Online In kurigram

Our Digital Marketing Services

Search Engine Optimization (SEO)

কেমন হত যদি আপনার ব্যবসার নাম কিংবা সার্ভিস লিখে গুগল সার্চ করলেই আপনার ওয়েবসাইট একদম প্রথম দিকেই দেখাত? কোন প্রকার Paid Advertising ছাড়াই এমন Targeted Free Traffic/Visitors পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে SEO! আমরা আপনার ওয়েবসাইটকে সঠিকভাবে Google Search Engine এর জন্য Optimize করতে সহায়তা করতে পারব ইনশাআল্লাহ্‌। Website Content Suggestion থেকে বাকিসব কিছুরই সহায়তা পাবেন। বিশেষ করে কুড়িগ্রাম কিংবা রংপুরের বিভিন্ন Business কে Digitalized Platform এ আনতে আমাদের সর্বোচ্চটুকু দিতে প্রস্তুত। 

Basic Business Website Setup

বর্তমানে যেকোন ব্যবসার ব্রান্ডিং এর ক্ষেত্রে অনলাইনে সেটাকে আনা অনেক গুরুত্বপুর্ণ। এক্ষেত্রে একটা ওয়েবসাইট থাকাটা বাঞ্চনীয়। ডোমাইন/হোস্টিং থেকে শুরু করে Basic Website Setup আমরা পুরোটা প্রসেসেই আপনাকে সহায়তা করতে পারব ইনশাআল্লাহ। যেকোন ধরণের প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন।

Social Media Marketing/Google Business Page

Social Media Marketing কিংবা Local Business এর ক্ষেত্রে Google Business Page Maintain তথা ব্যবসার Growth ensure করাটা  অনেক গুরুত্বপুর্ণ। Business Branding এর জন্যও নিয়মিত Social Media Presence বেশ দরকার। আমাদের Dedicated Team এক্ষেত্রে আপনার পুর্ণ সহায়তা করতে পারবে ইনশাআল্লাহ্‌। 

Paid Ads on Google/Facebook

অনেকে দ্রুত ফলাফল চায়। সেক্ষেত্রে Paid Advertisement এর বিকল্প নেই। তবে সেক্ষেত্রেও অনেক দিক বিবেচনায় নিতে হয় যেমনঃ কোন কিওয়ার্ড টার্গেট করে গুগলে PPC Campaign চালাবেন সেটা কিন্তু গুরুত্বপুর্ণ। এক্ষেত্রে সঠিক Keyword Research না করলে পুরা Campaign কিন্তু বিফলে যেতে পারে। Facebook Ads এর ক্ষেত্রেও সঠিক Audience নির্ধারণ অতীব জরুরী। নইলে Reach ঠিকই হবে কিন্তু সেসব Audience এর মাধ্যমে Sales আসবেনা। আমরা এক্ষেত্রে সহায়তা করতে পারব ইনশাআল্লাহ্‌। 

Building Marketing Strategy for business

একটা ব্যবসার গ্রোথের জন্য মার্কেটিং অনেক গুরুত্বপুর্ণ। কিন্তু ব্যবসাভেদে Strategy ভিন্ন হতে পারে। Marketing and SEO Industry তে দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আমরা প্রথমত পুরো ব্যবসাকে (Competitor সহ) Audit/Analysis করব এবং তারপর একটা সুন্দর Strategic Plan অনুযায়ী Execute করার প্রসেসে যাব। 

Our Digital Marketing Services

Social Media Marketing

Social Media Marketing কিংবা Local Business এর ক্ষেত্রে Google Business Page Maintain তথা ব্যবসার Growth ensure করাটা অনেক গুরুত্বপুর্ণ। Business Branding এর জন্যও নিয়মিত Social Media Presence বেশ দরকার। আমাদের Dedicated Team এক্ষেত্রে আপনার পুর্ণ সহায়তা করতে পারবে ইনশাআল্লাহ্‌।

SEO

কেমন হত যদি আপনার ব্যবসার নাম কিংবা সার্ভিস লিখে গুগল সার্চ করলেই আপনার ওয়েবসাইট একদম প্রথম দিকেই দেখাত? কোন প্রকার Paid Advertising ছাড়াই এমন Targeted Free Traffic/Visitors পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে SEO! আমরা আপনার ওয়েবসাইটকে সঠিকভাবে Google Search Engine এর জন্য Optimize করতে সহায়তা করতে পারব ইনশাআল্লাহ্‌। Website Content Suggestion থেকে বাকিসব কিছুরই সহায়তা পাবেন। বিশেষ করে কুড়িগ্রাম কিংবা রংপুরের বিভিন্ন Business কে Digitalized Platform এ আনতে আমাদের সর্বোচ্চটুকু দিতে প্রস্তুত। 

Basic Website Setup (Domain/Hosting Purchase)

বর্তমানে যেকোন ব্যবসার ব্রান্ডিং এর ক্ষেত্রে অনলাইনে সেটাকে আনা অনেক গুরুত্বপুর্ণ। এক্ষেত্রে একটা ওয়েবসাইট থাকাটা বাঞ্চনীয়। ডোমাইন/হোস্টিং থেকে শুরু করে Basic Website Setup আমরা পুরোটা প্রসেসেই আপনাকে সহায়তা করতে পারব ইনশাআল্লাহ। যেকোন ধরণের প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন।

Paid Ads on Google/Facebook

অনেকে দ্রুত ফলাফল চায়। সেক্ষেত্রে Paid Advertisement এর বিকল্প নেই। তবে সেক্ষেত্রেও অনেক দিক বিবেচনায় নিতে হয় যেমনঃ কোন কিওয়ার্ড টার্গেট করে গুগলে PPC Campaign চালাবেন সেটা কিন্তু গুরুত্বপুর্ণ। এক্ষেত্রে সঠিক Keyword Research না করলে পুরা Campaign কিন্তু বিফলে যেতে পারে। Facebook Ads এর ক্ষেত্রেও সঠিক Audience নির্ধারণ অতীব জরুরী। নইলে Reach ঠিকই হবে কিন্তু সেসব Audience এর মাধ্যমে Sales আসবেনা। আমরা এক্ষেত্রে সহায়তা করতে পারব ইনশাআল্লাহ্‌। 

Building Marketing Strategy for business

একটা ব্যবসার গ্রোথের জন্য মার্কেটিং অনেক গুরুত্বপুর্ণ। কিন্তু ব্যবসাভেদে Strategy ভিন্ন হতে পারে। Marketing and SEO Industry তে দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আমরা প্রথমত পুরো ব্যবসাকে (Competitor সহ) Audit/Analysis করব এবং তারপর একটা সুন্দর Strategic Plan অনুযায়ী Execute করার প্রসেসে যাব। 

Our Success Stories

আমাদের মূল প্রতিষ্টান WiX Solution অন্তত ৬+ বছর থেকে সগৌরবে আলহামদুলিল্লাহ্‌ SEO & Marketing Solution দিয়ে আসছে Globally। আমরা WIX CMS এর Official Legend Partner, এছাড়াও Fiverr Marketplace এ TOP Rated Badge ধারী। ইনশাআল্লাহ্‌ নিজের জেলা কুড়িগ্রাম তথা পার্শ্ববর্তী এলাকা যেমনঃ রংপুর/লালমনিহাট ইত্যাদির ব্যবসাসমূহকে Digitalized Platform এ নিয়ে আসতে সকল সহায়তা প্রদানের লক্ষ্যে আমরা ২০২৫ এর শুরু থেকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। 

Years of Experience

0
Projects Completed
0 +
Clients satisfied
0 %
Industries served
0 +

আমরা যে প্রসেসে কাজ করি...​

Step 1: Planning and Strategy

প্রথমত আমরা আপনার Business কিংবা Website কে সঠিকভাবে বুঝতে চেষ্টা করব Auditing Process এর মাধ্যমে। এক্ষত্রে বিস্তারিত জানতে বা বুঝতে আমাদের একজন Representative আপনার সাথে Zoom Meet করতে পারেন। (Free Consultancy)

Step 2: SEO and SEM

যদি আগে থেকেই ওয়েবসাইট থেকে থাকে সেক্ষেত্রে আমরা SEO Optimize করব। যদি এক্ষেত্রে Content Improvement এর প্রয়োজন থাকে তবে তা দেয়া হবে। ক্ষেত্রবিশেষে আমরা নিজেরাও Handle করি। সব শেষে অবশ্যই Detailed Report পাবেন।

Step 3: Analytics & Measurement

Local Business এর ক্ষেত্রে Google Business Page (GBP) Setup/Optimize আমরা করে দিব। এছাড়াও Google Search Console/Google Analytics ইত্যাদিও Setup করে দিব যাতে সহজেই আপনারা Growth/Performance Track করতে পারেন নিজেই।

FAQs

Here are some common questions we receive from our customers.

ডিজিটাল মার্কেটিং হল পণ্য বা পরিষেবার প্রচার ডিজিটাল চ্যানেল যেমন সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়া, ইমেইল এবং ওয়েবসাইট ব্যবহার করে। এটি একটি আধুনিক পদ্ধতি যা ব্যবসাগুলোকে তাদের লক্ষ্যযুক্ত শ্রোতার কাছে পৌঁছাতে সাহায্য করে এবং অনলাইন উপস্থিতি বাড়ায়।

স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার যুগে ডিজিটাল মার্কেটিং বেশ গুরুত্বপুর্ণ। একটা ওয়েবসাইট/সোশ্যাল মিডিয়ায় আপনার একটি পেইজের মাধ্যমে বিচরণ করা/আপডেট দেয়া সবই এখন বেশ দরকারী। নিজের ব্যবসাকে ডিজিটালি না নিয়ে গেলে আপনি নিঃসন্দেহে অনেক কাস্টমার মিস করে ফেলবেন। সুতরাং, যুগের সাথে তাল মিলাতে হলে অবশ্যই আপনার উচিৎ অন্তত একটি ওয়েবসাইট রাখা যেখানে আপনার দেয়া সার্ভিস/পণ্যের বিস্তারিত সবকিছু থাকবে। 

Search Engine Optimization (SEO) বলতে বুঝায় সার্চ ইঞ্জিনে(Google/Bing) নির্দিষ্ট কিওয়ার্ডে প্রথম কয়েকটি রেসাল্টের মাঝে আপনার ওয়েবসাইটকে আনা। এটা একটা প্রসেস এবং অনেক ধরণের Variable Factor রয়েছে এই Google Ranking এর ক্ষেত্রে। সঠিক কিওয়ার্ড সিলেকশন করা, সঠিকভাবে কম্পিটিটর আইডেন্টিফাই করে তাদের এনালাইসিস করা এবং ওয়েবসাইটের বিভিন্ন মেট্রিক যেমন SEO Title/meta data/image alt tag/headings সহ কন্টেন্ট স্ট্রাকচার ইত্যাদি সঠিকভাবে অপ্টিমাইজ করা - এসবকিছুই SEO  এর মাঝে পরে। এছাড়াও আরো অনেক বিষয় আছে যেমন Technical SEO/Off Page SEO (backlink) ইত্যাদি। 

Get Started Today

আপনার ব্যবসাকে Digitally আনতে এবং নতুন মাত্রা দিতে আমরা প্রস্তুত। আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।