ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে যাকাত একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। এটি শুধু আর্থিক ইবাদতই নয়, বরং সমাজের দরিদ্র ও অসহায় মানুষের প্রতি এক দায়িত্ববোধের প্রকাশ। ২০২৫ সালেও যাকাত ও ফেতরার নিয়মাবলী ও গুরুত্ব অপরিবর্তিত রয়েছে। আমরা অনেকেই এটার প্রতি উদাসীন যা একদম অনুচিত। চলেন বর্তমান বাজার দর অনুযায়ী যাকাত নিয়ে কিছু আলোচনা করি।
যাকাতের নিয়মাবলী
১. নিসাব পরিমাণ সম্পদ: সোনা, রুপা, নগদ টাকা বা ব্যবসায়িক পণ্যের মূল্য ইসলামী শরিয়ত নির্ধারিত নিসাব পরিমাণ (সোনার ক্ষেত্রে ৮৫ গ্রাম বা রূপার ক্ষেত্রে ৫৯৫ গ্রাম) অতিক্রম করলে যাকাত ফরজ হয়।
২. যাকাতের হার: মোট সম্পদের ২.৫% বা চল্লিশ ভাগের এক ভাগ যাকাত হিসেবে আদায় করতে হয়।
৩. যাকাতের সময়: সম্পদ নিসাব পরিমাণে পৌঁছানোর পর এক বছর পূর্ণ হলে যাকাত আদায় ফরজ হয়।
• রুপার মুল্যে হিসাব করলে ৫২.৫ ভরির দাম প্রায় ৯৫,০০০ টাকা।
• সোনার মুল্যে হিসাব করলে ৭.৫ ভরির দাম প্রায় সাড়ে ১১ লাখ+ টাকা।
রেফারেন্স হিসেবে বর্তমান দাম এখানে দেখে নিবেনঃ https://www.bajus.org/gold-price
যাকাত সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসাবলী (FAQ About Zakaat):
• ধরেন একবছর আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ ছিল এবং প্রথমবার আপনি মোট সম্পদ ২ লাখ লাখ টাকার যাকাত ৫০০০ টাকা দিলেন। পরের বছর আপনার সম্পদ বেড়ে ৪ লাখ হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু আপনাকে ১০ হাজার টাকা যাকাত দিতে হবে।
• Savings/DPS/Investment/পাওনা টাকা যা পাওয়ার সম্ভাবনা আছে সবকিছুই যোগ করে যাকাত আদায় করতে হবে। তবে ব্যবহারযোগ্য Bike/বাড়ি/আসবাব এসবের যাকাত দিতে হয়না। ৭.৫ ভরি সোনা বা ৫২.৫ ভরি রুপার অলংকার থাকলে বাজার মুল্যের ২০% বাদ দিয়ে হিসেব করে যাকাত আদায় করবেন।
• স্বর্ণের স্কেলে যাকাত দিতে চায় অনেকে, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি কবে আপনার ৭-৮ লাখ টাকা হবে ততদিন অপেক্ষা না করে রৌপ্যের স্কেলে যাকাত দেয়া শুরু করে দেয়া উচিৎ। যাকাত আপনার সম্পদকে Purify করে, এবং এতে কারো না কারো উপকার হচ্ছে। সর্বপরি আল্লাহর সন্তুষ্টি অর্জন হচ্ছে।
• প্রতিবছর সঠিকভাবে যাকাত দেয়ার পর লিখে রাখবেন আপনার সম্পদের পরিমাণ। অধিকাংশের ক্ষেত্রেই দেখবেন আপনার সম্পদের Exponential Growth হবে ইনশাআল্লাহ্। ইসলামে কিন্তু বেশী সম্পদ অর্জনে বাধা নেই বরং যতটা সম্পদশালী হবেন ততটা অন্যের উপকার করতে পারবেন।
• লোক দেখানোর জন্য লুঙ্গি/কাপড় যাকাত দিবেন নাহ। একদমই বাজে জিনিস এটি। টাকাই দিবেন, তবে রুটি রুজির জন্য রিক্সা কিনে দিলেন বা কিছু একটা করে দিলেন সেটা ভিন্ন হিসেব। এক্ষেত্রে বিজ্ঞ কারো শরণাপন্ন হতে পারেন Clarification এর জন্য।
আপনার যাকাতের পরিমান বের করুন -
যাকাতের প্রাপক
• যাকাত নিজের এলাকায় অভাবগ্রস্থ মানুষকেই দেয়ার চেষ্টা করবেন। তবে কাকে দিবেন এমন মানুষ খুজে না পেলে আপনি As sunnah Foundation এর যাকাত ফান্ডে দিতে পারেন। শায়েখ Ahmadullah হুজুর ইনশাআল্লাহ্ সঠিক মানুষের কাছে আপনার যাকাত পৌছে দিবেন।
• বছরের যেকোন সময়েই যাকাত দেয়া যায়। তবে রমজান মাসে দেয়া উত্তম কারণ এই মাসে নিশ্চিতভাবে যেকোন ভাল কাজের জন্য অনেক বেশী সওয়াব পাবেন। যাকাত সম্পর্কিত আরো তথ্য জানতে আপনার মসজিদের খতিব হুজুরের কাছে যেতে পারেন। তাহলে সুবিধা হবে যে আপনার সার্বিক অবস্থা অনুযায়ী সবথেকে উত্তম পরামর্শ তিনি দিতে পারবেন।
আপনার যাকাত নির্ভরযোগ্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে আদায় করতে পারেন।
ফিতরা সম্পর্কে
ফিতরা ফরজ হওয়ার শর্ত
১। যাদের নিত্যপ্রয়োজনীয় খরচের বাইরে অতিরিক্ত সম্পদ আছে তাদের জন্য ফিতরা ফরজ।
২। ঈদের আগেই ফিতরা আদায় করা উত্তম।